প্রবলেম সল্ভিং শেখার জন্য কোন কোন বিষয়গুলো অবশ্যই জানা লাগবে?
আমি প্রবলেম সল্ভিং শিখতে চাই। কিন্তু প্রোপার গাইডলাইন পাচ্ছি না। যদি কেও আমাকে রিসোর্স দিয়ে সহায়তা করতেন আমি উপক্রিত হতাম।
1 Answers
প্রথমে একটি ল্যাঙ্গুয়েজ বেছে নিন। আমি C++ কে প্রিফার করি। কারণ C++ অপেক্ষাকৃত ফাস্ট এবং C++ নিয়ে আপনি অনেক রিসোর্স পাবেন যেটা আপনার কাজে দিবে। তারপর আপনি একটি একটি করে টপিক শেখেন এবং ওটার উপর ভিত্তি করে প্রবলেম সল্ভ করেন। রেন্ডম ভাবে সল্ভ করতেও ভুলবেন না। আপনি কোডফর্সেস, SPOJ, UVA, LightOJ তে সল্ভ করতে পারেন। শেখার জন্য আপনি এখানে দেয়া লিস্টটি (readme.MD) অনুসরণ করতে পারেন।
https://github.com/BedirT/ACM-ICPC-Preparation
https://github.com/BedirT/ACM-ICPC-Preparation
Please login or Register to submit your answer